home_cleaning
ঘর ঝকঝকে করার সবচেয়ে সহজ উপায়

“ঝকঝকে চকচকে ঘর কার না ভালো লাগে এরপরও সবার ঘর কিন্তু একই রকম পরিষ্কার হয় না। এর দুটো কারণ

হয় আলসেমি অথবা ঠিকভাবে পরিষ্কার করার কৌশল না জানা। আপনার কারণ যেটাই হোক না কেন, পড়তে থাকুন,

দুটোর সমাধানই পেয়ে যাবেন।”

| মেঝে

মোজাইক অথবা  টাইলসের  মেঝে পরিষ্কার করতে ফ্লোর মপ বা ফ্লোর ব্রাশ ব্যবহার করুন। সে ক্ষেত্রে মেঝে পরিষ্কারক

বিশেষ ধরনের সাবান  ব্যবহার করতে পারেন , কিন্তু কখনোই ডিটারজেন্ট পাউডার ব্যবহার করবেন না

থাই গ্লাস

সব ধরনের কাচ ও থাই গ্লাস পরিষ্কার করার ক্ষেত্রে লাগবে পানিতে ভেজা এক টুকরো স্পঞ্জ বা ফোম। পানির সঙ্গে সামান্য

পরিমাণ ভিনেগার বা অ্যামোনিয়া মিশিয়ে নিতে পারেন। এরপর পুরোনো পত্রিকার পাতা ভিনেগার আর পানি মিশিয়ে

ভালোভাবে মুছে নিন—কাচের চকচকে ভাব ফিরে আসবে। জানালার কাচে উজ্জ্বলতা আনতে সাদা ভিনেগার ব্যবহার করতে

পারেন ।

খাবার টেবিল 

 খাবার টেবিলের ওপরের কাচ মোছার জন্য আলাদা একটি ন্যাপকিন রাখুন। খাবার পর ডাইনিং টেবিলের কাচ মুছে ফেলুন

 এবং ন্যাপকিন ধুয়ে রাখুন।

ওভেন

ওভেনে খাবার গরম করার সময় অবশ্যই ঢাকনাসহ বাটি ব্যবহার করবেন । 

নাহয় ওভেনের ভেতরে তৈলাক্ত হয়ে যাবে।

থালাবাসন

থালাবাসন ধোয়ার পর শুকনো পরিষ্কার ন্যাপকিন অথবা নরম তোয়ালে দিয়ে

মুছে রাখতে হবে যেন দাগ না বসে যায়।

স্টিল ও প্লাস্টিক

স্টেইনলেস স্টিল ও প্লাস্টিকের আসবাব ধোয়ার ক্ষেত্রে ডিটারজেন্ট মিশিয়ে পানি

দিয়েই সাফ করতে পারেন।

কার্পেট

কার্পেট পরিষ্কার করা খুব কঠিন বিষয়ই বটে। এতে সামান্য বাইকার্বোনেট সোডা ছিটিয়ে

একটু ঘষে রেখে দিন ১৫ মিনিট।এরপর এভাপোরেট টুল দিয়ে বা ঝাড়ু দিয়ে ঝাঁট দিন।

ব্যবহার করতে পারেন বিশেষ ‘ড্রাই শ্যাম্পুও।

জানালা

জানালার গ্রিল শুকনো ন্যাপকিন দিয়ে মুছে ফেলুন। এটা সপ্তাহে

একদিন করলেই হবে।

কাঠবাঁশবেতহার্ডবোর্ড কিংবা পারটেক্স

কাঠবাঁশবেতহার্ডবোর্ড কিংবা পারটেক্সের তৈরি আসবাব পরিষ্কারে কখনোই পানি ব্যবহার করবেন না   শুকনো কাপড়

বা মপ দিয়ে মুছলেই যথেষ্ট।  আর কাঠে পানি পড়লে তা সাথে সাথে  শুকিয়ে নিতে হেয়ার ড্রায়ার ব্যবহার করতে পারেন।

” ঘর ঝকঝকে না হওয়ার কারণটা যদি ব্যস্ততা অথবা  আলসেমি হয়ে থাকে তবে এরও সমাধান আছে।সেবা অ্যাপে-

প্রফেশনাল ক্লিনিং সার্ভিস অর্ডার করতে পারেন যে কোন সময়।  যেখানেই আপনার বাসা হোক, সেবার ক্লিনাররা এসে 

আপনার ঘর ঝকেঝকে করে দিবে।”

ক্লিনিং সার্ভিস নিতে

Google Play Store থেকে ডাউনলোড করুন   Sheba.xyz

ভিজিট করুন সেবার ওয়েবসাইট :  https://www.sheba.xyz/

কল করুন :  ১৬৫১৬  |

Leave a comment