গাড়ির এসি ঠিক রাখার ৫টি উপায়!

গ্রীষ্মেরক তাপদাহে ব্যস্ত জীবনে একটুখানি প্রশান্তি কার না ভালো লাগে। রাস্তার যানযটের  মাঝে দুর্বিসহ গরমকে সহনীয় পর্যায়ে নিতে সাহায্য করে এসি। তাই গাড়ির যত্নের পাশাপাশি এসির ও যত্ন নেয়াটা খুব জরুরী।

ইলেক্ট্রনিক্স  যতদিনই থাকবে ততদিনই এর সাথে থাকবে বিভিন্ন টেকনিক্যাল সমস্যা। এ সমস্যাগুলো এড়িয়ে আপনার গাড়ির এসি থেকে বেস্ট সার্ভিস পেতে গাড়ির নিয়মিত যত্ন নেওয়া একান্তই আবশ্যক।

গাড়ির এসি ঠিক রাখার ৫টি উপায়!

গাড়ির ঠিক রাখার ৫টি উপায়

আর তাই গাড়ির এসি ভালো রাখার জন্য কিছু টিপস দেয়া হলো আজকের ব্লগ-এ।

১. সপ্তাহে একবার অন্তত ১০ মিনিটের জন্য এসি চালানঃ সপ্তাহে অন্তত একবার এসি চালালে কম্প্রেশার ঠিকমত কাজ করে এবং গ্যাসের প্রেশার ঠিক থাকে। যখন এসি চালানো হবে, খেয়াল রাখতে হবে যাতে ফ্যান সর্বোচ্চ গতিতে থাকে ও তাপমাত্রা একেবারে কমানো থাকে।

২. প্রতিবার এসি চালু করার পর ডিফ্রস্ট মোড-এ ৫-১০ মিনিট রাখুনঃ এই পদ্ধতিতে গাড়ির ভেতরের ভেজা বা স্যাঁতস্যাঁতে ভাব দূর হয়, যা গাড়িতে সৃষ্ট দূর্গন্ধের জন্য অনেকাংশে দায়ী।  এছাড়াও এসির ভেতরকার ময়লা আংশিক দূর করতেও তা কার্যকরী ভূমিকা পালন করে।

৩. শীতকালীন সময়ে এসি ব্যবহার করুনঃ গাড়ির অভ্যন্তরের এসি শুধুমাত্র গাড়িকে ঠান্ডা করে না, বরং তা গাড়ির ভেতরকার আদ্রতাও দূর করে। তার ফলে গাড়ির উইন্ড শিল্ড- এ কুয়াশা জমে না, তাই তা ঘোলা হয়ে যায় না। যা দূর্ঘটনা হওয়ার আশঙ্কাকে অনেকাংশে কমিয়ে দেয়।

৪. আপনার এসি সিস্টেমকে পুনরায় রিচার্জ করুনঃ প্রতি দু বছর অন্তর অন্তর এসি সিস্টেম এর গ্যাস ও জ্বালানী পরিবর্তন করুন। যা এসির কর্মক্ষমতাকে অক্ষুণ্ণ এবং সচল রাখবে।

৫. গাড়ির এসি চেক আপ করিয়ে নিনঃ এসি হল গাড়ির একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাই এই অংশটিকে নিয়মিত এক্সপার্টের কাছে দেখানো গাড়ির জন্য ভালো।

উপরের প্রত্যেকটি টিপস নিয়মিত অনুসরণ করলেই গাড়ির এসি সচল রাখা এবং বড় ধরণের ক্ষতির হাত থেকে রেহাই পাওয়া সম্ভব।

তবে ব্যস্ত এই জীবনযাত্রায় একটি ওয়ার্কশপে কিংবা গ্যারেজে গাড়ি নিয়ে যেয়ে চেকআপ করানো অনেকের জন্য অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়।

তবে ঘাবড়ানোর কোন কারণ নেই। এখন দেশের বৃহত্তম অনলাইন সার্ভিস মার্কেট Sheba.xyz অ্যাপেই আপনি খুঁজে নিতে পারেন আপনার গাড়ির এসি রক্ষণাবেক্ষণের  জন্য দরকারি সব সমাধান। সার্ভিস বুকিং দিলেই বাড়িতে পৌঁছে যাবে ভেরিফাইড এবং দক্ষ সার্ভিস প্রোভাইডার।

 

Leave a comment