ঘরের দেয়ালের রঙ আমাদের মনের উপর সত্যিই প্রভাব ফেলে। ইন্টেরিয়র পেইন্টিং-এর সময় তাই ঘরের রঙের উপর ভিত্তি করেই তাই ঘর সাজিয়ে পুরো পরিবেশটাই বদলে ফেলা যায়। এর জন্য চাই, সঠিক রঙের সঠিক প্যালেট-ট খুব বুঝে-শুনে ব্যবহার করা।

সোশ্যাল মিডিয়া-তে প্রায়ই মনের উপর ঘরের রঙের প্রভাব নিয়ে বিভিন্ন পোস্ট দেখা যায়। কিছু কিছু রঙ আমাদের মনে উদ্দীপনা জাগায়, আর কিছু কিছু রঙ মনে আনে প্রশান্তি।

এরকম বিভিন্ন দিক মাথায় রেখেই ঘরের দেয়ালের রঙের জন্য কিছু কিছু ব্যাপারে পরামর্শই থাকছে এই লেখাটিতে।

১- প্রশান্ত অনুভূতির জন্য-

কাজের চাপে স্ট্রেসড? সারাদিনের কাজের প্রেশার-এর পর ঘরে এসে একটু শান্তি মতো রিল্যাক্স করতে চান?

সবুজ ও নীলের হালকা শেড-গুলো মনে প্রশান্ত অনুভূতি নিয়ে আসার জন্য পারফেক্ট। তাই বেডরুমের দেয়ালে হালকা নীল ও ঘাস-সবুজের রঙ আপনাকে কাজের স্ট্রেস দূর করে রিল্যাক্সড হবার জন্য পারফেক্ট হতে পারে। খেয়াল রাখুন, সেক্ষেত্রে ঘরে কিছুটা কম আসবাবপত্র থাকলে প্রশান্ত অনুভূতি আরেকটু বেড়ে যাবে।

২- কর্মোদীপ্ত পরিবেশের জন্য-

কিছুটা উজ্জ্বল বর্ণের রঙ মনে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে। তাই বাসার দেয়ালে কিছুটা উজ্জ্বল হলুদ, অফ-হোয়াইট- সহজ ভাষায় উজ্জ্বল রঙ থাকলে তা সত্যিই কাজে প্রভাব ফেলে।

আর এ ধরণের পরিবেশের সাথে পর্দা, সোফার কুশন উজ্জ্বল লাল রঙের থাকলে উদ্দীপনা বেশ খানিকটা বেড়ে যাবে। আসবাবপত্র থাকলে তা বার্নিশ রং-এর থাকলে ঘরে আসবে আভিজাত্যের ছোঁয়া।

৩- রোমান্টিক পরিবেশের জন্য-

লাল মানেই ভালবাসার রঙ। তাই নববিবাহিত যারা নিজেদের ঘর সাজাচ্ছেন, লাল-এর কোন একটা প্যালেট-ও বিবেচনা করে দেখতে পারে। কিছুটা সাজিয়ে নিলেই ঘরে নিয়ে আসতে পারবেন ভালবাসার আবেশ। হয়তো একটি হলদে বেডসাইড ল্যাম্প, জানালায় প্রিন্টেড ও লিনেন-এর পর্দা, দেয়ালে কিছু চিত্রকর্ম- সত্যিই পালটে দিবে ঘরের আবহ।

৪- জেন (Zen) এফেক্ট-এর জন্য-

যারা একটু নিজেদের মতো থাকতে ভালবাসেন, নিজের ভাবনা ও কল্পনার জগতে হারিয়ে যেতে চান মাঝে মধ্যেই- তাঁরা নিজের ঘরের দেয়াল একদম ধবধবে সাদা অথবা এর কোন প্যালেট ভেবে দেখতে পারেন। যা ঘরে নিয়ে আসবে শান্ত ও নির্মল পরিবেশ।
শুধু দেয়ালেই নয়- ঘরের আসবাবপত্রগুলো-ও ধবধবে সাদা ও মিনিমালিস্টিক হলে সত্যিই পরিবেশ-টা আপনার মনে এক ধরণের শান্তিময় প্রভাব ফেলতে পারে।

৫- আভিজাত্যের আবহের জন্যে-

গাঢ় বেগুনি, লাল, কোবাল্ট ব্লু সবসময়ই রাজকীয় রঙ হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে। বাসার ড্রয়িং রুম/লিভিং রুমে এই রঙগুলোরে বিভিন্ন প্যালেট ব্যবহার করে আভিজাত্যের ছোঁয়া নিয়ে আসতে পারেন আপনিও। সেইসাথে ফার্নিচার-এর জন্য বার্নিশ অথবা তামাটে রঙ ঘরের আবেশের সাথে একদম পুরোপুরি মানিয়ে যাবে।

মনের রঙে ঘর রাঙিয়ে নিতে এবং ঘর সাজাতে চাই প্রফেশনাল ও এক্সপার্ট ইন্টেরিয়র পেইন্টার। Sheba.xyz থেকে প্রফেশনাল ইন্টেরিয়র পেইন্টিং সার্ভিস শিডিউল নিতে ক্লিক করুন, অথবা কল করুন 16516

#ভালোথাকুন

Leave a comment