না হয়ে আটসাঁট
অফিসে ফিটফাট

Office Dress upএকটু কিন্তু হিমহিম ব্যাপারটা আছেই তাই না? যদিও এখনও রোদ মাথার উপরে। তবু স্টিইল তো থেমে থাকবে না! আর শীত মানেই স্টাইল করার তো তেমন সুযোগ থাকে! আমার কথাই ভাবুন। যখন গরমে পছন্দের দোকানে সেল দেয়, তখন আমি শীতের জ্যাকেট কিনে ফেলি! যেন পরের শীতে সুন্দর করে পরে স্টাইল করা যায়! আর তো স্কার্ফ এখন আছেই! ছেলেদের জন্যেও জ্যাকেট মানেই পোশাকে একেবারে হলিউডি ব্যাপারস্যাপার! বিশেষ করে অফিসে। কারণ অফিসে সবসময়ই এসি চলে। তারমানেই হিমহিম অবস্থা! তো এমনিতেই শাল বা মাফলারে অনেকেই মাথা ঢেকে রাখে। বিশেষ করে তারা – যাদের আছে ঠাণ্ডার প্রভাব! তা হলে বকবকটা আজকে অফিসে এই মৌসুমের সাজটা নিয়েই হয়ে যাক!

পাতলা ব্লেজার:

এসময়টা পাতলা ব্লোজারের জন্য সবচেয়ে ভালো! আজকাল তো প্রিন্টের ব্লেজার বেশ ট্রেন্ডি! এমনকি ছেলেদের ক্ষেত্রেও! মেয়েরা অনায়সে ফুল, জিওমেট্রিক, ডিজিটাল প্রিন্টের ব্লেজার পরতে পারেন। আবার অনেকে কোনও প্রিন্ট ছাড়াই একরঙা ব্লেজার পরতে পছন্দ করছেন। উজ্জ্বল রংটা পছন্দ করছেন কেউ কেউ! ইদানিং সবুজটা বেশ গায়ে চেপে বসছে। শহর থেকে নাই হয়ে যাচ্ছে বলেই হয়তো! তাই অফিসে শার্ট. টপ বা টিশার্ট যাই পরে আসুন না কেন সাথে একটা ব্লেজার হলে কিন্তু চমৎকারভাবে মানিয়ে যাবে! আবার ফিটফাটও দেখাবে বেশ!

স্কার্ফ তথা মাফলার:

আগে একটা সময় ছিল যখন উলেন মাফলাম পড়ে থাকতো শুধু শীতের জন্য। কিন্তু স্টাইল কী আটকা পরে থাকতে পারে আলমারির বন্ধ কপাটে? তাই তো পাতলা কাপড়ের স্কার্ফের ফ্যাশন এখন রমরমা! তাও বেশ আগে থেকেই! শীতকালে আবার মাফলারটাও বের হয়ে আসে আলোয়। রাস্তায় চলার সময় বা রুমে এসির বাতাস থেকে বাঁচতে আবার দেখতেও যেন ট্রেন্ডি লাগে- এর জন্য স্কার্ফের বিকল্প নেই! রঙিন, সাদাকালো, জিপসি প্যাটার্ণ আর ট্রাইগোনাল যেকোন স্কার্ফ হতে পারে হালকা শীতে হালকা স্বস্তির কারণ। গলায় পেচিয়ে স্টাইলটাও হয় সেরকম। পরা যায় যেকোনও পোশাকের সাথে!

জিন্স:

গরমেও যে জিন্স পরা যায় না তা নয়! কিন্তু অনেক অফিসেই জিন্সটা ঠিক মেনে নিতে পারে না। ঐ বড়লোক মেয়ের গরীব জামাইয়ের মতন! যতই ভালো হোক দেখতে- অফিস বলবে ভালো না। তবে এই হিম হিম ঠাণ্ডায় যখন পরণে থাকবে ব্লেজার- তখন তো জিন্স পরলে আর না নেই! জিন্সটা খুব বেশি ছেড়া ফাটা না হলেই হয় আর কী! এখন তো নানা শেপের জিন্সই চলছে। নিজের সাথে মানানসই একটা জিন্স পরে নিলেই হলো!

স্কার্ফ, ব্লেজার বা জিন্সের জন্য প্রথমেই যা মাথায় আসে তা হলো ওয়েসটেক্স, ক্যাটস আই, আর্টিসান- সহ নানা রকমের ব্র্যান্ডেড শপ! এছাড়া নিউমার্কেট, বদরুদ্দোজা মার্কেট বা বসুন্ধরা সিটিও হতে পারে ঢুঁ মারার জন্য শ্রেষ্ঠ! তবে জিন্সের জন্য সেই দোকান যেখানে ট্রায়াল দেওয়া যাবে।

আর তাও না হলে যদি হাতে থাকে স্মার্টফোন, তবে তো নো টেনশন- Sheba.xyz – অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন এখনই। এই অ্যপরে মাধ্যমে পাওয়া যেতে পারে এই স্টাইল করার দিশা!

যার যা পছন্দ তা নিয়েই আলোচনা করে ঠিক সার্ভিসটা নেওয়া যাবে  Sheba.xyz –নানা ধরনের প্যাকেজ থেকে!

এজন্য আজই ইনস্টল করতে হবে sheba.xyz অ্যাপ বা ছোট্টা একটি কল করতে হবে 16516 এই নম্বরে।

Leave a comment