ঘর রং করছেন?

সারাদিন কর্মব্যস্ততার পর মানুষ ঘরে ফেরে। কিন্তু সেই ঘরটি যদি হয় মন খারাপের রং এর তবে কিন্তু ডিপ্রেশন আপনাকে নাও ছাড়তে পারে। আগে কিন্তু মানুষের ঘর রং করার ক্ষেত্রে শুধু কয়েকটি রং ব্যবহার করত। যেমন, সাদা, ঘিয়া, গোলাপী আর হালকা সবুজ। যে কোন বাসায় গেলে আপনার মনে হতে পারে আপনি একই বাসায় এসেছেন। কিন্তু দিন বদলের সাথে সাথে আমাদের রুচি বদলেছে। এখন আমরা ঘরের রং এ নানা ধরনের এক্সপেরি্মেন্ট করতে পারি।

home paintঘর রং এর ক্ষেত্রে মনে রাখুন কয়েকটি বিষয়।

১.  হাজারো রং এর অপশন এখন রয়েছে। নিজে বাছুন নিজের সব চাইতে পছন্দের রঙটি। গাইড হিসেবে ভাবতে পারেন আপনার নিজের আলমিরাটি। সেটির রং এর সাথে কোন রংটি ভালো যাবে।

২. আপনার বাসার আসবাব পত্র বা  পেইন্টিং ও আপনার মুল গাইডলাইন হতে পারে। সেখান থেকেই আপনার স্টাইল পছন্দ করুন। মনে রাখবেন গাড় কালার এর ফার্নিচার হলে ব্যাকগ্রাউন্ড হতে পারে হালকা রং এর। আবার বিপরীতটাও হতে পারে। যেটা আপনার বর্তমান আসবাব এর রং আছে। আপনি চাইলে আপনার ইচ্ছেমত আসবাবও রং করিয়ে নিতে পারেন।

৩. রুমের সাইজটা মাথায় রেখেছেন তো? গাঢ় কালার কিন্তু রুমের সাইজকে আরও ছোট করে তুলতে পারে। অনেক বেশি কনজাস্টেড মনে হতে পারে। আর হালকা রং হলে রুমটি বড় মনে হবে।

৪. লাইট সোর্সের সাথে কিন্তু কালার চয়েজ করা খুব জরুরী। ন্যাচারাল লাইটের সাথে একধরনের রং ব্যবহার করা যায়, আবার হলুদ লাইট বা সাদা লাইটের ব্যবহারে রং নির্ধারন করলে ভালো হয়। ন্যাচারাল লাইটে আপনি যে রংই করবেন না কেন সেটি পরিস্কার ফুটে উঠবে। আর হলুদ লাইটে যে কোন গাঢ় রং আরও হলুদ হয়ে যেতে পারে। আর সাদা বা ফ্লোরসেন্ট লাইটে একটু নীল রং এর প্রভাব আসবে যে কোন রং করলে। এখন আপনিই বেছে নিন।

৫. কোন রুম কি কাজে ব্যবহার হচ্ছে সেটির উপর নির্ভর করবে রং এর পছন্দ। ধরুন আপনার কাজের ঘরটি আপনাকে যেন এনার্জি দেয়। তাই তাতে আপনি গাড় কালার করতে পারেন। লাল বা হলুদ হতে পারে সে ক্ষেত্রে একটি অপশন। রিলাক্স করার রুমের রং হিসেবে আপনি বেছে নিতে পারেন ব্রাউন বা গ্রে এর কাছাকাছি কোন রং।

৬. যে রং ই করুন না কেন, প্রথমে একটু স্যাম্পল ট্রাই করে নিন। আপনার আসবাব পত্রের সাথে সেই রংটি আসলেই যাচ্ছে কিনা। প্রথমেই পুরোটা করে ফেললে পরে ভালো না লাগলে বদলানোটা কিন্তু বেশ সময় ও কষ্টসাধ্য। সেই সাথে টাকার বিষয়টা তো আছেই।

আর এই সব ঝামেলা যদি নিজের উপর না নিতে চান, তাহলে Sheba.xyz অ্যাপ তো আছেই। দক্ষ কর্মীরা সব সময়ই অপেক্ষা করছে আপনার জন্য।

Leave a comment